সবুজের মাঝে হলুদের হাসি
পুরোনো একটি ময়লার ভাগাড় আর ঝোপঝাড় সরিয়ে শরীয়তপুর শহরের প্রাণকেন্দ্রে করা হয়েছে সূর্যমুখীর আবাদ। ছবি: জাগো নিউজ
-
সবুজের মাঝে এ যেন হলুদের রঙছটা। প্রকৃতিতে সামান্য বাতাসেই হেলেদুলে নেচে যাচ্ছে হাজারো সূর্যমুখী।
-
সূর্যমুখী ফুলের নয়াভিরাম দৃশ্য দেখতে কেউ আসছেন বন্ধু-বান্ধব নিয়ে আবার কেউ আসছেন পরিবার পরিজনদের নিয়ে।
-
অনেকে হাজির হয়েছেন ফটোগ্রাফার নিয়ে।
-
সূর্যমুখী ফুলের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে ব্যস্ত তারা।
-
জানা যায়, শরীয়তপুর পৌরসভার মূল গেটে শহরের প্রধান সড়ক লাগোয়া স্থানটি ছিল পৌরসভার সেকেন্ডারি ডাম্পি জোন।
-
কয়েক মাস আগে শরীয়তপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহাকে পৌর প্রশাসক নিযুক্ত করা হলে তিনি উদ্যোগ নিয়ে ময়লার ডাম্পি জোনকে সরিয়ে গড়ে তুলেন গ্রীণ স্পেস।
-
প্রায় ৪৪ শতক জমিতে আবাদের পরিকল্পনা নেন সূর্যমুখীর।
-
নিবিড় পরিচর্যার ফলে ফোটা শুরু হয় সূর্যমূখী ফুল।
-
শহরের প্রাণকেন্দ্রে এমন সূর্যমুখীর ফুলের সৌন্দর্যে প্রতিনিয়ত সকাল-বিকাল ভিড় করছেন নানা বয়সি শ্রেণি পেশার মানুষ।
-
মধু আহরণে ব্যস্ত তারা।
-
এ বিষয়ে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক পিংকি সাহা বলেন, দীর্ঘদিন ধরে জায়গাটি সেকেন্ডারি ডাম্পিং জোন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পৌরসভা যেহেতু একটি নাগরিক সেবাকেন্দ্র তাই আমি প্রথমেই জায়গাটিকে গ্রীণস্পেস হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেই।
-
পরবর্তীতে সূর্যমুখী আবাদ এবং নিবিড় পরিচর্যা করা হয়। বর্তমানে খুব সুন্দর ফুল ফুটেছে। আমাদের পৌরবাসীসহ অন্যান্যরা এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন।
-
পৌরবাসীর জন্য বিনোদনের সুযোগ করতে পারায় আমরা অনেক খুশি।