রঙিন ফুলকপি-ব্রোকলি চাষে সফল ফেনীর হাসান
বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও ব্রোকলি চাষ করে সফলতার মুখ দেখেছেন ফেনীর দাগনভূঞার জগতপুর গ্রামের তরুণ উদ্যোক্তা মো. হাসান আহমেদ। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
এ সবজি দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। তাই বাজারে বেশ চাহিদা রয়েছে।
-
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ১২০ শতক জমিতে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও ব্রোকলি চাষ করেছেন হাসান আহমেদ।
-
জানা যায়, উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ সবজি চাষে কোনো প্রকার বালাইনাশক ব্যবহার করা হয়নি। শুধু জৈব সার ব্যবহার করছেন। একই খরচে বেশি লাভ হওয়ায় এ সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকেরা।
-
বিভিন্ন গ্রাম থেকে রঙিন ফুলকপি দেখতে এসেছেন অনেকেই। কেউ কেউ হাতে নিয়ে ছবি তুলছেন। অনেকে বাগান থেকেই কিনে নিচ্ছেন।
-
হাসান বলেন, ‘দুই বছর আগে রঙিন ফুলকপির পরীক্ষামূলক চাষ শুরু করি। এ বছর ব্যাপকভাবে চেষ্টা করেছি। সফলও হয়েছি।
-
ভালো ফলন হয়েছে। দামও ভালো পাচ্ছি। রঙিন হওয়ায় বাজারে এর দাম দ্বিগুণ।
-
এ পর্যন্ত প্রায় ৩ হাজার কেজি রঙিন ফুলকপি বিক্রি করেছি। প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বিক্রি করেছি। এখন কিছুটা কম দরে বিক্রি করছি। অনলাইনেও অর্ডার করে থাকেন অনেকেই।