অপরূপ ডোমখালী সমুদ্রসৈকত
অপূর্ব সুন্দর সমুদ্রসৈকত, সবুজের সমারোহ, ঝিরিঝিরি হাওয়া, লাল কাঁকড়ার লুকোচুরি, ঢেউয়ের কলতান, নৌকা ভ্রমণ। সব মিলিয়ে অপরূপ চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটনকেন্দ্র ডোমখালী সমুদ্রসৈকত। ছবি: এম মাঈন উদ্দিন
-
মিরসরাই উপজেলার সর্বদক্ষিণ-পশ্চিমে ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নে এটির অবস্থান।
-
বিশাল সাগর, দখিনা বাতাস আর সবুজ প্রকৃতি মুগ্ধ করছে সবাইকে।
-
এখানে কান পাতলে শুনতে পাবেন বিশাল সমুদ্রের গর্জন।
-
দখিনা মিষ্টি ও নির্মল বাতাস শরীর ও মন করে তুলবে শীতল।
-
সড়কের ওপর দাঁড়িয়ে পূর্ব দিকে তাকালে দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ।
-
সড়কের দক্ষিণে কেওড়া, বাইন, গড়ান, গেওয়া, সুন্দরী, হারগোজসহ লবণাক্ত-সহিষ্ণু নানা বৃক্ষ, লতা ও গুল্ম, যা স্থানটিকে সবুজের সমারোহে পরিণত করেছে।
-
বাঁধের উত্তর ও পশ্চিমে বয়ে চলা দৃষ্টিনন্দন সমুদ্রসৈকত। সাগরের কোলজুড়ে গড়ে উঠেছে ম্যানগ্রোভ বন। এই বনভূমিতে আছে জীববৈচিত্র্যের সমাহার। এখানের সৌন্দর্য দেখতে অসংখ্য মানুষের ঢল নামে।