অপরূপ আকিলপুর সমুদ্রসৈকত
উত্তর চট্টগ্রামের অন্যতম পর্যটন হিসেবে পরিচিতি লাভ করেছে আকিলপুর সমুদ্রসৈকত। ছবি: এম মাঈন উদ্দিন
-
প্রতিদিন দূর-দূরান্ত থেকে এখানে ছুটে যাচ্ছে ভ্রমণপিপাসু লোকজন। একবার যাওয়ার পর বারবার যেতে ইচ্ছে করবে অপরূপ এই সাগরপাড়ে।
-
অনেকে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যাচ্ছেন সেখানে। তবে এখনো রাস্তা-ঘাট ও অবকাঠামোগত তেমন উন্নয়ন হয়নি।
-
সাগরের ছোট ছোট ঢেউ আর কলকল শব্দ, এখানে মিলেমিশে সৃষ্টি করেছে স্বর্গের আবহ।
-
চারপাশের সবুজ আবহে নির্মল প্রশান্তির এক সুন্দর জায়গার নাম আকিলপুর সমুদ্রসৈকত।
-
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেড়িবাঁধ হওয়ার কারণে বিশাল সৈকত গড়ে উঠেছে। দেখতে অনেকটা কক্সবাজার সমুদ্রসৈকতের মত। দক্ষিণে পরিমাণ কম হলেও উত্তরে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে সমুদ্রসৈকত।
-
এখানে বেড়িবাঁধের ব্লকে বসে অনেকে খোশ গল্প করছে, কেউ হাঁটাহাঁটি করছে। কেউ বা গিটারের তালে গান তুলছে। অনেকে সেলফি নিয়ে ব্যস্ত।
-
নানা বয়সের মানুষ এখানে ছুটে এসেছেন।
-
অনেকে সূর্যাস্ত যাওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করছেন।