দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গায় তাপমাত্রা হঠাৎ করেই ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কমে ১০ ডিগ্রিতে নেমে এসেছে। যার ফলে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেয়েছে। ছবি: হুসাইন মালিক
-
৬ ফেব্রুয়ারি তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা ২৪ ঘণ্টার ব্যবধানে কমে ৭ ফেব্রুয়ারি ১০ দশমিক ৪ ডিগ্রিতে দাঁড়িয়েছে।
-
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে, তারপর তাপমাত্রা আবার বাড়বে।
-
৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর থেকে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা উঠানামা করছিলো। গতকালও ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যদিও দিনে কিছুটা গরম অনুভূত হচ্ছিল, এখন আবার শীতের তীব্রতা ফিরে এসেছে।
-
শীত বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।