কৃত্রিম বন ‘মিয়াওয়াকি ফরেস্ট’
পরিবেশ সংরক্ষণে চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম কৃত্রিম বন ‘মিয়াওয়াকি ফরেস্ট’। ছবি: এম মাঈন উদ্দিন
-
পরীক্ষামূলকভাবে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ব্যক্তি উদ্যোগে তৈরি এ বন প্রকৃতিপ্রেমী ও গবেষকদের মাঝে সাড়া ফেলেছে। ‘প্রকল্প সোনাপাহাড়’ নামের এ উদ্যোগে সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটির সফল বাস্তবায়নে পরিবেশ সংরক্ষণের একটি টেকসই মডেল তৈরি হয়েছে।
-
মিয়াওয়াকি বন ঘুরে দেখা যায়, সবুজের আবরণে সজ্জিত প্রকল্পটি যেন প্রকৃতির এক অপরূপ উপস্থাপনা।
-
টিলাশ্রেণির মাটির কোল ঘেঁষে চার হাজার ৪০০ বর্গফুটের বনটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।
-
১৫ মাস বয়সী ১৭ ফুট উচ্চতার বনটির দিকে দূর থেকে তাকালে মনে হবে যেন এটি এক যুগ পুরোনো অরণ্য।
-
বনের অভ্যন্তরে প্রবেশ করলে দেখা মেলে ১২০ প্রজাতির গাছ ও লতা-গুল্মের মনোমুগ্ধকর সমাবেশ। প্রকৃতির এ জীবন্ত প্রদর্শনী যেন গাছের এক জাদুঘর।