জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য নিয়ে এ অ্যালবাম।
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বর্তমানে এটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য। এ ক্যাম্পাসের মনোরম সৌন্দর্য সবাইকে নিমেষেই মুগ্ধ করবে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। এটি বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত হয়েছে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা সবুজ ছায়ায় ঘেরা উন্মুক্ত পরিবেশে লেখা পড়া করছে। এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশে নাগরিক ব্যস্ততা নেই। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
এরকমের বেশ কয়েকটি ভাস্কর্য রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ ভাস্কর্যগুলো দেখতে খুবই সুন্দর। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শাপলা ফুটেছে। শীতের সময় এই ক্যাম্পাসে অতিথি পাখির কলকালিতে মুখরিত হয়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
ঘনসবুজ গাছপালায় আবৃত বন্ধুর ও সমতল ভূমিতে স্থাপিত বিশ্ববিদ্যালয়ের লাল ইটের অবকাঠামোগুলো সহজেই দৃষ্টি কেড়ে নেয়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালের ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ’ অনুসারে বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ করা হয় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’। ছবি : রবিউল ইসলাম পলাশ।