পরিযায়ী পাখির কলতানে মুখর লক্ষ্মীপুর
পাখির কলকাকলিতে ঘুম ভাঙে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের মানুষের। প্রতিবছর শীতে এ গ্রামীণ জনপদের জনেশ্বর দিঘিতে দলবেঁধে আসে পরিযায়ী পাখিরা। ছবি: কাজল কায়েস
-
ভোরের আলো ফোটার আগেই শুরু হয় হাজারো পাখির আনাগোনা।
-
দিনভর দিঘিতে পাতানো বাঁশের ওপর বিশ্রাম শেষে সন্ধ্যায় ফের উড়াল দেয় আশ্রয়-খাবারের খোঁজে।
-
পাখির কিচিরমিচির ডাক আর ওড়াউড়ির নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা।
-
আট বছর ধরে শীত এলেই এ দিঘিতে শুরু হয় পাখির বিচরণ।
-
পাতি সরালি হাঁস নামে পরিচিত হলেও এটিকে স্থানীয়রা পরিযায়ী পাখি বলে থাকে। পাখিগুলো রক্ষায় গ্রামের সব শ্রেণিপেশার মানুষ সচেতন।
-
জানা যায়, পাতি সরালি স্বভাবে নিশাচর। রাতে খাবারের সন্ধানে চরে বেড়ায়। এ ছাড়া দিনে জলমগ্ন ধানক্ষেত ও বড় জলাশয়ের আশেপাশে দলবদ্ধভাবে বিচরণ করে। এরা গাছের ডালে চড়ে বসতে পারে। আবার কখনো কখনো গাছের গর্তে বাসা করে।
-
দেহ বাদামি ও গলা লম্বা। ডানা যথেষ্ট চওড়া। ওড়ার সময় শিষের মতো শব্দ করে।
-
প্রতিদিন বিপুল মানুষ পাখিগুলো দেখতে আসেন। মোবাইল ফোন সেটে ছবি ও ভিডিও ধারণ করেন। সেলফি তোলেন। অনেকে প্রিয়জনদের নিয়ে দিঘির পাড়ে ঘুরে সময় কাটান।