চায়না কমলা চাষে শিক্ষকের বাজিমাত
ছোট ছোট গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের কমলা। ছবি: রবিউল হাসান
-
প্রতিটি গাছে প্রচুর পরিমাণ কমলা শোভা পাচ্ছে।
-
কমলার ভারে গাছের ডালগুলো নুয়ে পড়েছে মাটিতে। এ যেন অন্যরকম দৃশ্য।
-
বাড়ির আঙিনায় চায়না জাতের কমলার বাগান করে বাজিমাত করেছেন শিক্ষক খলিলুর রহমান। এ দৃশ্য দেখতে বাড়িতে ভিড় করছে মানুষ।
-
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পশ্চিম সারডুবী গ্রামে সমতল ভূমিতে চায়না জাতের কমলা চাষ করে সফল হয়েছেন খলিলুর রহমান। তার কমলা বাগান দেখতে প্রতিদিনই পার্শ্ববর্তী উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে আসছেন নানা বয়সী মানুষ।
-
চায়না কমলার পাশাপাশি নাগপুরি, দার্জিলিং, চায়না থ্রি জাতের কমলা গাছও আছে।
-
শিক্ষকতার পাশাপাশি কমলা চাষে নজির স্থাপন করেছেন খলিলুর রহমান। যা এলাকার মানুষকে প্রেরণা জোগাচ্ছে। তার বাগান দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে কমলা চাষের আগ্রহ প্রকাশ করছেন।