শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫
আপডেট: ১২:১৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫
চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে শুরু হয়েছে চলতি মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ছবি: হুসাইন মালিক
-
মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনপদ।
-
ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
-
শীতের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা।
-
এ মৌসুমে জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
-
এর আগে ২০১৩ সালের ৯ জানুয়ারি এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ দশমিক ৯ ডিগ্রি।