কাপ্তাইয়ের ‘গরবা গুদি’
ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য কাপ্তাইয়ের গরবা গুদি। কাপ্তাই লেকের মাঝখানে টিলার উপর একটি চাকমা পরিবারের মাটির তৈরি ১৮ বছর পুরনো আদি বসতবাড়িটি এখন হয়ে উঠেছে পর্যটন স্পট। ছবি: আরিফুল ইসলাম তামিম
-
প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গা থেকে গরবা গুদিতে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।
-
নৈসর্গিক লেকের মাঝে একরাশ মুগ্ধতা নিতে এখানে পর্যটকদের আনাগোনা ক্রমশ বেড়েই চলেছে।
-
কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ঘরোয়া পরিবেশে পাহাড়ি বৈচিত্র্য খাবার, লেকের পানির মাছ, বিভিন্ন নাস্তা, বারবিকিউ, তাঁবুতে রাত্রিযাপন থেকে শুরু করে কি নেই, সবই আছে এই গরবা গুদিতে।
-
সম্প্রতি ‘চুমো গরাঙ’ নামে ছন ও বাঁশের তৈরি একটি ছোট্ট ক্যাফেও যুক্ত হয়েছে গরবাতে। যেখানে পাহাড়ের সব ঐতিহ্যবাহী নাস্তা, বিভিন্ন ফল, শুকনো খাবার, চা, চিপস ইত্যাদি পাওয়া যাচ্ছে।
-
প্রচলিত রিসোর্ট কিংবা হোটেলের মতো আধুনিক কিছু নয়, বরং সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে কাপ্তাই লেক ঘেরা গরবা গুদি এখন কাপ্তাই ঘুরতে আসা পর্যটকদের আগ্রহের প্রধান কেন্দ্র।