এ যেন হলুদের রাজ্যে
প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০২:০৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪
প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। এই সময় হলুদ সরিষা ফুলে সাজে গ্রামবাংলার বিস্তীর্ণ মাঠ। ছবি: ড. হারুন রশীদ
-
নীল আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষা ফুল।
-
যেদিকে চোখ যায়, মনে হয় কেউ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে।
-
ঝলমলে রোদে শোভা ছড়াচ্ছে সরিষার ফুল।
-
সরিষাখেতের আইল দিয়ে হেঁটে যাচ্ছে শিশুরা।
-
ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলা ভূমি।
-
প্রিয় কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত তিনি।