লাউয়ে বদলেছে কৃষকের ভাগ্য
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৪:৩৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শীতকালীন সবজি লাউ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি পাওয়ায় খুশি তারা। এতে উপজেলাজুড়ে ক্রমান্বয়ে লাউ চাষ বেড়ে চলেছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার পাহাড়ি ও সমতল ভূমিতে শীতকালীন সবজি লাউ চাষ করা হয়েছে।
-
উপজেলার আবহাওয়া লাউ চাষের অনুকূলে। প্রয়োজনীয় কৃষিসামগ্রী সহজলভ্য। এসব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে কৃষকেরা লাউ চাষ করছেন।
-
এক সময় যে জমিতে শুধু ধান চাষ হতো এখন সেখানে ধানের পরে লাউয়ের সাথে মিষ্টি কুমড়াও চাষ হচ্ছে।
-
উপজেলার করেরহাট, হিঙ্গুলী, দুর্গাপুর, মিরসরাই সদর, খৈয়াছড়া, মঘাদিয়া, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়নে লাউ চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন।
-
চাষিদের মতে, অন্য সবজির চেয়ে লাউ চাষ লাভজনক।