অব্যবস্থাপনায় সংকীর্ণ জাফলং
অরণ্য বেষ্টিত উঁচু টিলা, ঝুলন্ত ডাউকি সেতু, পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাথরখণ্ড আর পাথরের বিছানা দিয়ে গড়িয়ে যাওয়া পিয়াইন নদীর স্বচ্ছ জল। সবমিলিয়ে এক অদ্ভুত মায়াবী রূপ প্রকৃতি কন্যা সিলেটের জাফলং। ছবি: আহমেদ জামিল
-
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাফলংও সাজে ভিন্ন ভিন্ন রূপে। সেই রূপের মুগ্ধতায় সারা বছরই পর্যটকদের কাছে টানে মায়াবতী জাফলং।
-
কিন্তু চরম অব্যবস্থাপনা, অনিয়ম, নিরাপত্তাহীনতা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জাফলংয়ের আসল রূপ দেখতে পারছেন না পর্যটকরা।
-
জিরো পয়েন্টে একদম পানির স্তর ঘেঁষে অন্তত দুই শতাধিক ছাতা-চেয়ার বসানো হয়েছে।
-
এছাড়া পানিতে শতাধিক ইঞ্জিন ও দুটি বৈঠাচালিত নৌকা বাধা। রয়েছে অসংখ্য টায়ার। এসব কারণে ঘিঞ্জি অবস্থা দেখা দিয়েছে জিরো পয়েন্টে। যে কারণে সংকীর্ণ হয়ে গেছে পর্যটকদের ঘোরার স্থান।
-
অনেক সময় ঘিঞ্জি পরিবেশের কারণে পানিতে পা ফেলার সুযোগও পান না পর্যটকরা। দেশের বিভিন্ন স্থান থেকে এসে এমন অব্যবস্থাপনা দেখে হতাশ তারা।
-
পর্যটন-সংশ্লিষ্টরা বলছেন, জাফলংয়ের সামগ্রিক বিষয় নিয়ে একটা নীতিমালা করা হচ্ছে। কয়েক দফা বন্যায় জমে থাকা পাথরের স্তূপ কীভাবে সরানো যায় বা বিকল্প করণীয় নিয়ে ‘স্টাডি’ করা হচ্ছে। শিগগির এর সুন্দর একটা সমাধান আসবে।