সুনামগঞ্জে ধান উৎপাদনে রেকর্ড সাফল্য
সুনামগঞ্জে তিন দফা বন্যায় আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়। তবে আমনের আবাদ নির্বিঘ্ন ও ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। ছবি: লিপসন আহমেদ
-
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে সুনামগঞ্জে ৮৩ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে অর্জিত হয়েছে প্রায় ৮৩ হাজার ৪৯৫ হেক্টর। যেখান থেকে ৩ লাখ ২১ হাজার মেট্রিক টন ধান উৎপাদিত হবে। যার বাজারমূল্য ১ হাজার কোটি টাকারও বেশি।
-
এ বছর জেলায় ২৫ প্রজাতির ধান চাষ করেছেন প্রান্তিক কৃষকেরা। যার মধ্যে বিনা-১৭, ব্রি-৪৯, ৯০, ৯৫ ও বিআর-২২, ব্রি-৮৭ বেশি চাষ হয়েছে।
-
সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায়। যেখান থেকে প্রতি বিঘা জমিতে ১৪-১৮ মণ ধান উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ৪.৫ মেট্রিক টন।
-
সোনালি ধানে ভরপুর ফসলের মাঠ।
-
সুনামগঞ্জে প্রায় ২ লাখ কৃষক আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।
-
এবার অনেক চাষিই হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটছেন।
-
কাটা ধান গোলায় তুলছেন তারা।
-
অনেকে মাঠেই ধান শুকিয়ে বস্তাবন্দি করে প্রতি মণ ১১০০-১৩০০ টাকায় বিক্রি করছেন।
-
হাওরের কৃষক সুফিয়ান, বাদশা ও এখলাসুর রহমানসহ আরও অনেকে বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর আমন ধানের ফলন ভালো হওয়ায় আমরা অনেক খুশি। সেই সাথে বন্যায় যে ক্ষতি হয়েছে, সেটাও কাটিয়ে উঠতে পারবো।’
-
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় কৃষকেরা নিরাপদে ধান কাটা, মাড়াই, ঝাড়াই, শুকানো শেষে গোলায় তুলছেন। এরই মধ্যে ৬৫ ভাগ ধান কাটা হয়েছে।’