মাঠজুড়ে হলুদের সমারোহ
প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৭:৪৭ এএম, ১৩ ডিসেম্বর ২০২৪
যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। মাঠজুড়ে হলুদের সমারোহ আর মিষ্টি গন্ধ। ছবি: এম এ মালেক
-
মন ভরে যাওয়া সরিষা ফুলের গন্ধে সবাই তাকিয়ে থাকেন মাঠের দিকে। এ যেন এক হলুদের পৃথিবী।
-
চলতি মৌসুমে বাম্পার ফলনের আশায় ৮৬ হাজার ৪৬০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন সিরাজগঞ্জের কৃষকরা।
-
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামিনুর ইসলাম জানান, এবার জেলার ৯টি উপজেলায় ৮৬ হাজার ৪৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বিগত বছরের তুলনায় এবার ১ হাজার ২৯০ হেক্টর জমিতে সরিষা চাষ বেড়েছে।
-
এ বছর কৃষি কর্মসূচির আওতায় ৮২ হাজার ৬০০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। যার মধ্যে ৭১ হাজার কৃষকই সরিষা চাষে প্রণোদনা নিয়েছেন।
-
সরিষা চাষ কৃষির জন্য শুভ বার্তা। সরিষা চাষ মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।