সন্ধ্যায় ফোটে যে ফুল
সকাল সন্ধ্যা ফোটে যে ফুল নিয়ে এই অ্যালবাম সাজনো হয়েছে।
-
মাদারীপুরের কালকিনির দক্ষিণ রাজদি গ্রামের বড়বাড়িতে ফুটেছে সন্ধ্যা মালতি ফুল। ছবি : মিথিলা ফারজানা লোপা।
-
মিথিলা ফারজানা লোপা শখের বসে এ ফুলের বীজ সংগ্রহ করে বপন করেছিলেন বছরখানেক আগে। এখন এই ফুলের সৌন্দর্যে বাড়ির সবাই ভীষণ মুগ্ধ। ছবি : মিথিলা ফারজানা লোপা।
-
সন্ধ্যা মালতি ফুলের একই গাছে সাত-আট রঙের ফুল ফোটে। প্রত্যেকটি ফুলের আকৃতিও ভিন্ন ভিন্ন। ছবি : মিথিলা ফারজানা লোপা।
-
সন্ধ্যা মালতি ফুলটি সন্ধ্যায় ফোটে। দিনের বেলায় সূর্যের আলো পেলে চুপসে যায়। ছবি : মিথিলা ফারজানা লোপা।
-
সন্ধ্যা মালতি দেখতে নলাকার, প্রায় ইঞ্চি খানেক চওড়া এবং দুই ইঞ্চি লম্বা।ছবি : মিথিলা ফারজানা লোপা।
-
মাদারীপুর অঞ্চলে এই ফুলকে ‘সকাল-সন্ধ্যা ফুল’ বলা হয়ে থাকে। এ ফুল গ্রীষ্ম ও বর্ষাকালে ফোটে। ছবি : মিথিলা ফারজানা লোপা।