গাছে ঝুলছে রসালো কমলা
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৮:৫৩ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪
ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে কমলা। দূর থেকে মনে হয়, পাতার ফাঁকে আলো জ্বলছে। ছবি: আল মামুন
-
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামে ইমরান-সুমি দম্পতির কমলা বাগান দেখতে ভিড় করছেন অনেক মানুষ।
-
ভালো ফলন দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন এই জেলার কৃষকরা।
-
জানা যায়, প্রায় পাঁচ বছর আগে এক বিঘা জমিতে বারি-২ জাতের কমলা ফলের বাগান করেন ইমরান হোসেন। বাগানে প্রথমে কয়েকটি কমলার চারা রোপণ করেন। সেখান থেকে গ্রাফটিং করে আরও চারা রোপণ করেন। এবারই প্রথম গাছগুলোতে বেশি ফল এসেছে।
-
ইমরান সুমি দম্পতির বাগানের গাছগুলোতে থোকায় থোকায় কমলা ধরে রয়েছে।
-
কোনোটা পেকে হলুদ হয়ে গেছে, আবার কোনোটা সবুজ রয়ে গেছে।
-
রসালো কমলার ভারে নুয়ে পড়েছে গাছের ডালগুলো নুয়ে পড়েছে।