শীতে কাবু কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:২০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০১:২০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
কুড়িগ্রামে তীব্র শীত ও কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ছবি: ফজলুল করিম ফারাজী
-
শীতের সঙ্গে ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে জনপদ।
-
সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে।
-
আবহাওয়া অফিসের তথ্যে মতে, শনিবার সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
-
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ মাসে তাপমাত্রা কমে ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।