জিরায় স্বপ্ন বুনছেন সিরাজগঞ্জের পলাশ
সিরাজগঞ্জের মাটিতে প্রথমবারের মতো জিরা চাষ শুরু করেছেন বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামারের উদ্যোক্তা মাহবুবুল ইসলাম পলাশ। ছবি: মাহবুবুল ইসলাম পলাশ
-
সুপরিচিত ও জনপ্রিয় একটি মসলা জিরা। বাংলাদেশের নাতিশীতোষ্ণ এবং শুষ্ক আবহাওয়া জিরা চাষের জন্য উপযোগী। শীতকালে জিরার ভালো ফলন পাওয়া সম্ভব।
-
মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় কৃষক পর্যায়ে চাষাবাদের উপযোগী জিরার জাত আবিষ্কার সম্ভব হয়েছে।
-
বাজার ভদ্রঘাট এলাকায় নিজ খামারের ১০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে বারি ১ জাতের জিরা চাষের জন্য এরই মধ্যে ৪০০ গ্রাম জিরা রোপণ করেছেন জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা পলাশ।
-
জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
-
প্রায় ৯০-১১০ দিন সময়ের মধ্যে জিরা মারাই করার উপযুক্ত হবে। সফলতা পেলে চাষের পরিধি বাড়াবেন বলে জানিয়েছেন এই উদ্যোক্তা।
-
এরই মধ্যে মসলা গবেষণা কেন্দ্রের সহযোগিতায় বগুড়া, নওগাঁ ও ঝিনাইদহ জেলায় পরীক্ষামূলকভাবে জিরা চাষ শুরু হয়েছে। তবে বাণিজ্যিকভাবে এখনও বাজারে আসেনি।
-
দেশে যে পরিমাণ জিরার চাহিদা তার পুরোটাই আমদানি করতে হয়। জিরা চাষে সফলতা আসলে আমদানি নির্ভরতা অনেকাংশে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।