সবজি ক্ষেতের যত্নে ব্যস্ত তারা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নাম্বার ওয়ার্ডে অতিরিক্ত ভবন গড়ে ওঠায় এখন কৃষিজমি নেই বললেই চলে। এই এলাকায় প্রায় ৮০ হাজার মানুষের বসবাস হলেও কৃষি কাজ করেন মাত্র দুজন। ছবি: মো. আকাশ
-
শীতের মৌসুমে পুরো ওয়ার্ড ঘুরে মো. জসিম ও মো. মজিবুর রহমান নামে দুই কৃষককে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
-
৩৭ বছর বয়সী মো. জসিম। কখনো নিজে ফসল তুলছেন আবার কখনো কর্মচারীদের দিকনির্দেশনা দিচ্ছেন। শীতকালীন সবজি উত্তোলনে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাকে।
-
এবার ৯০ শতাংশ জমিতে রোপণ করেছেন লালশাক, লাউশাক আর মুলাশাক। তার রোপণকৃত ফসলে ছেয়ে গেছে কৃষিজমি।
-
জসিম ছাড়া কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন একই ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত রজ্জব আলীর ছেলে মো. মজিবুর রহমান। ৫৫ বছর বয়সী এই কৃষক দীর্ঘ ১৫ বছর ধরে চাষাবাদ করছেন।
-
তিনিও এ মৌসুমে ৪টি ক্ষেতের ১৫০ শতাংশ জমি লিজে নিয়ে কুমড়াশাক, পালংশাক, লালশাক এবং কলমিশাক রোপণ করেছেন।