নারায়ণগঞ্জের সফল কৃষক শাহজাহান
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৭ নভেম্বর ২০২৪
আপডেট: ০১:৪৭ পিএম, ২৭ নভেম্বর ২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ফলসি জমি লিজ নিয়ে দীর্ঘ ৪০ বছর ধরে চাষাবাদ করে আসছেন মো. শাহজাহান (৬২)। ছবি: মো.আকাশ
-
এবার তিনি মিজমিজি-জালকুড়ি-চাষাঢ়া সড়কের দশ পাইপ অংশের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বিলে ১৯০ শতাংশের ৪টি ক্ষেতে লালশাক আর লাউশাকসহ কয়েক ধরনের শাক চাষ করেছেন।
-
বিগত বছরগুলোর চেয়ে এবার বেশি লাভবান হবেন বলে আশাবাদী এই অভিজ্ঞ কৃষক।
-
মো. শাহজাহান শুধু মৌসুমি কৃষকই নন, তিনি বছরজুড়েই চাষাবাদ করেন। যে কোনো মৌসুমে সবজি চাষে তার সাফল্য বেশি অর্থাৎ বেশি লাভবান হন।
-
প্রতি বছরের মতো এবারও বেশি লাভের জন্য লাউশাক, লালশাক, পুঁইশাক, মুলাশাক ও নাপা শাকের বীজ রোপণ করেন।
-
জমির যত্নের জন্য ৮ জন কর্মচারী রেখেছেন শাহজাহান। কর্মচারীদের বাৎসরিক চুক্তিতে রেখে প্রতিজনের বেতন দেন ১৮-২০ হাজার টাকা।