ভুট্টা চাষে ব্যস্ত কৃষকেরা
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:০১ পিএম, ২৬ নভেম্বর ২০২৪
কয়েক দফা বন্যার পর তিস্তার পানি নেমে গেলে জেগে ওঠা বালুচরে ভুট্টার বীজ বুনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। ছবি: রবিউল হাসান
-
বিস্তীর্ণ চরে ভুট্টার পাশাপাশি আলু, পেঁয়াজ, রসুন, বাদাম ও বিভিন্ন শাক-সবজি চাষ শুরু করেছেন তারা।
-
প্রতি বছর তিস্তার বালুচরে বিভিন্ন ফসল ফলিয়ে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষকেরা।
-
এবারও আগাম লাভের আশায় ভুট্টার বীজ বুনতে শুরু করেছেন তিস্তা পাড়ের চাষিরা।
-
জানা গেছে, তিস্তার বালুচরে ভুট্টা, আলু, পেঁয়াজ, রসুনসহ অন্য ফসলের বীজ বুনতে শুরু করেছেন কৃষকেরা। কোথাও দেখা গেছে ভুট্টার চারা গজিয়েছে। পোকামাকড়ের হাত থেকে ভুট্টার গাছ বাঁচাতে অনেকে কীটনাশক স্প্রে করছেন।
-
লালমনিরহাটে ব্যাপক ফলনের কারণে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে ভুট্টা। পাঁচটি উপজেলাজুড়ে সবুজ পাতায় স্বপ্ন বুনছেন ভুট্টা চাষিরা।