ফসলের মাঠে শাপলার সমাহার
কুমিল্লার লাকসামে বিস্তীর্ণ ফসলের মাঠে ফুটেছে শাপলা ফুল। অপরূপ এই দৃশ্য কোনো বিল বা গভীর জলাশয়ের নয়। উপজেলার তারাপুর গ্রামের ফসলের মাঠে দেখা মিলেছে মনমাতানো এ সৌন্দর্যের। ছবি: জাহিদ পাটোয়ারী
-
ফসলের মাঠে কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমর সমান। এরইমধ্যে বিস্তীর্ণ মাঠজুড়ে লাল শাপলার গাছ।
-
যতদূর চোখ যায় শুধুই লাল শাপলার চোখ ধাঁধানো সৌন্দর্যে মুগ্ধ হওয়ার দৃশ্য।
-
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক লাগোয়া হওয়ায় প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন শত শত প্রকৃতিপ্রেমী মানুষ।
-
স্থানীয়রা বলছেন, বিগত সময়ে কখনোই একসঙ্গে এতো শাপলা তারা দেখেননি। এবার বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় হাজার হাজার শাপলা গাছ।
-
প্রকৃতির অপরূপ এ দৃশ্যটি ক্যামেরায় বন্দি করতে দর্শনার্থীদের অনেকেই গ্রামীণ রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছেন। আবার কেউ কাদা মাড়িয়ে শাপলার ফুল জড়িয়ে ছবি তুলতে নেমে পড়ছেন পানিতে।