সবজি চাষে ব্যস্ত গাইবান্ধার কৃষকরা
চলতি বছরের অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা এখন ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন। কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি নামবে বাজারে। ছবি: এ এইচ শামীম
-
শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কৃষকরা।
-
শীতকালীন সবজি বিক্রি করে বেশি লাভবান হওয়ার স্বপ্ন এখন কৃষকের চোখে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও জেলায় বাম্পার ফলন হওয়ার আশা তাদের।
-
তবে মাঠ পর্যায়ে সঠিক সময়ে কৃষি কর্মকর্তারা তেমন কোনো পরামর্শ দেননি বলে অভিযোগ কৃষকদের।
-
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রতি বছর গাইবান্ধায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গার চাহিদা পূরণ করে থাকে। চলতি মৌসুমে জেলায় ৬ হাজার ৯৪৭ হেক্টর জমিতে শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্ষা মৌসুম কেটে যাওয়ায় কৃষকেরা ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন সবজি চাষ শুরু করেছেন।