পাহাড়ে কফি চাষে ভাগ্য বদলের স্বপ্ন
প্রকাশিত: ০১:০২ পিএম, ২০ নভেম্বর ২০২৪
আপডেট: ০১:৫৪ পিএম, ২০ নভেম্বর ২০২৪
পাহাড়ে ফলদ বাগানের পাশাপাশি কফির আবাদ করেছিলেন বান্দরবান চিম্বুক এলাকার বাসিন্দা ঙুইইন ম্রো। ছবি: নয়ন চক্রবর্তী
-
ভালো ফলন ও বাজারদর ভাল পাওয়ায় কফি চাষেই ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তিনি।
-
একসময় আমাদের দেশে কফি পানের তেমন প্রচলন না থাকলেও বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যান্ত্রিক জীবনে ক্লান্তি দূর করতে অধিকাংশ কর্মজীবীরা চুমুক তোলেন ধোঁয়া উঠা কফির কাপে।
-
কফিতে ক্যাফেইন থাকায় মানবদেহের ক্লান্তি দূর করতে সহায়ক বলে ধারণা পুষ্টিবিদদের।
-
বিশ্বে নানা প্রজাতির কফি পাওয়া গেলেও বান্দরবানে অ্যারাবিকা, রোবাস্তার পাশাপাশি চাষ হচ্ছে চন্দ্রগিরি।
-
অ্যারাবিকা ও রোবাস্তার চেয়ে উচ্চ ফলনশীল হওয়ায় চন্দ্রগিরি কফি চাষে ঝুঁকছে অনেক চাষি।
-
গাছে ঝুলছে সারিসারি কাঁচা-পাকা কফি চেরি।