পেঁয়াজ চাষে ব্যস্ত চাষিরা
প্রতি বছরের মতো পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকেরা। ছবি: জাগো নিউজ
-
অনুকূল আবহাওয়া আর উত্তম পরিচর্যায় পেঁয়াজের বাম্পার ফলন হয় ঢাকার প্রতিবেশী এই জেলায়। সাত উপজেলার প্রতিটি উপজেলাতেই বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হয় পেঁয়াজের। তবে এবার আবাদ বেশি হাওয়ায় দাম নিয়ে চিন্তায় আছে কৃষক।
-
এরমধ্যে হরিরামপুর, শিবালয়, ঘিওর এবং সাটুরিয়া উপজেলায় পেঁয়াজের চাষাবাদ হয় সবচেয়ে বেশি।
-
গত বছর ভালো দাম পাওয়ায় এ বছর পেঁয়াজ আবাদে বেশি আগ্রহ কৃষকের। গত বছরের তুলনায় এ বছর খরচ বেড়েছে দ্বিগুণ। পরিবারের পুরুষ সদস্যের পাশাপাশি পেঁয়াজের জমিতে কাজ করছে শিশুরাও।
-
জেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, চলতি মৌসুমে মানিকগঞ্জে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৩৫ হেক্টর। এরই মধ্যে ১ হাজার ৩০৮ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ সম্পন্ন হয়েছে। গত বছর জেলায় পেঁয়াজের আবাদ হয়েছিল ৭ হাজার ৩৫ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশা করছেন তারা।