কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:১২ পিএম, ১৮ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:১২ পিএম, ১৮ নভেম্বর ২০২৪
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। শীতের পাশাপাশি ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে গোটা জনপদ। ছবি: ফজলুল করিম ফারাজী
-
মধ্যরাত থেকে কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ। সকালেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে বাস, ট্রাক ও মোটরসাইকেল।
-
আজ সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
-
কুয়াশার সঙ্গে ঠাণ্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময়মতো কাজে যেতে পারছেন না অনেকে।
-
অন্যদিকে বয়স্ক ও শিশুদের মাঝে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ।