খিরা চাষে লাভবান মিরসরাইয়ের কৃষকরা
চট্টগ্রামের মিরসরাইয়ে খিরা চাষের পরিধি বেড়ে চলছে। আগাম চাষে লাভবান হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ২২০ একর জমিতে খিরা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮০ একর জমিতে আগাম জাতের খিরা চাষ হয়েছে।
-
উপজেলার করেরহাট, হিঙ্গুলি, ইছাখালী, দুর্গাপুর, খৈয়াছড়া, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়নে খিরা চাষ হয় বেশি। এর মধ্যে আগাম চাষে এগিয়ে রয়েছে হিঙ্গুলি ও খৈয়াছড়া ইউনিয়নের কৃষকেরা।
-
অন্যান্য শীতকালীন সবজির পাশাপাশি অনেকে জমিতে খিরার আবাদ করেছেন একাধিক চাষী। ক্ষেতে পরিচর্যা করছেন ওই গ্রামের কৃষকেরা।
-
এখানকার উৎপাদিত খিরাগুলো ফেনী, সীতাকুণ্ড, বারইয়ারহাট, ছাগলনাইয়া, চট্টগ্রাম শহরে পাইকারি ব্যবসায়ীরা এসে নিয়ে যায়।
-
উপজেলার বড়াদারোগাহাট, মিঠাছড়া, বড়তাকিয়া, মিরসরাই সদর, বারইয়ারহাট, করেরহাট বাজারে খিরা পাইকারি বিক্রি করা হয়।