কুয়াশায় ঢাকা বিস্তীর্ণ জনপদ
প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:১৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
কুড়িগ্রামে কুয়াশা ও ঠাণ্ডার তীব্রতা বেড়েছে। মধ্যরাত থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ। এ সময় বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ছবি: ফজলুল করিম ফারাজী
-
আজ সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
-
ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো দিনের বেলাতেও হেডলাইট জ্বলিয়ে সড়কে চলাচল করছে।
-
কুয়াশার সঙ্গে ঠাণ্ডার তীব্রতাও বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময় মতো কাজে যেতে পারছে না অনেকে।