হেমন্তের শান্ত সৈকত
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১২ নভেম্বর ২০২৪
আপডেট: ০৩:১৩ পিএম, ১২ নভেম্বর ২০২৪
হেমন্তের প্রকৃতি কক্সবাজার সৈকতকে দিয়েছে নির্মল শান্ত আবহ। নীলাভ দূতি ছড়ানো সাগরের ঢেউ এখন নিরাপদ আলিঙ্গন এনে দেবে, সেই ঘোষণা প্রচার করছে বেলাভূমিতে ওড়ানো ‘লাল-হলুদ পতাকা’। ছবি: সায়ীদ আলমগীর
-
গ্রীষ্ম-বর্ষা-শরৎ মৌসুমে উত্তাল সাগর ক্ষণে ক্ষণে রূপ বদলায়। তবে এখন সাগর শান্ত। মন খুলে নিরাপদে ঢেউয়ের সঙ্গে খেলা করতে পারবেন পর্যটকরা।
-
ঢেউয়ের সাথে মেতেছেন সাগরে ঘুরতে আসা পর্যটকরা।
-
সাগর শান্ত হলেও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সতর্ক সী সেইফ লাইফগার্ডরা।
-
গত সপ্তাহ ধরে সৈকতের সুগন্ধা-কলাতলী-সীগাল ও লাবণী পয়েন্টসহ একাধিক স্থানে লাল-হলুদ পতাকা উড়ছে।
-
শান্ত সৈকতে সকাল-দুপুর-বিকেলে হাজারো পর্যটক নোনাজলে ঢেউয়ের সঙ্গে খেলা করছেন।