ঝুঁকি নিয়ে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১০ নভেম্বর ২০২৪
আপডেট: ০২:৪৩ পিএম, ১০ নভেম্বর ২০২৪
বাড়তি লাভের আশায় ঠাকুরগাঁওয়ে প্রতি বছর আগাম আলু চাষ করা হয়। জেলার ৫টি উপজেলায় এখনো রোপা আমন ধান কাটা-মাড়াই শেষ হয়নি। তবে সদ্য ফাঁকা হওয়া জমিগুলোতে এখন আগাম আলু চাষ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। ছবি: তানভীর হাসান তানু
-
গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এবার অতিরিক্ত উৎপাদন ব্যয়ে ঝুঁকি নিয়েই আলু চাষে নামছেন কৃষকেরা।
-
জেলাজুড়ে ডায়মন্ড, অ্যাস্টেরিক ও কার্টিনাল নামে আগাম জাতের আলু চাষ করা হয়েছে। এ তিন জাতের আলু রোপণের ৫৫-৬০ দিনের মাথায় বিক্রির উপযোগী হয়।
-
জেলায় চলতি মৌসুমে ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
-
এখন পর্যন্ত আগাম চাষ হয়েছে ২ হাজার ৭০০ হেক্টর জমিতে।