ভ্রমণপিপাসুদের ডাকছে বাওয়াছড়া লেক
দেখতে দেখতে চলে এসেছে শীতের মৌসুম। ভ্রমণপ্রেমীরা ছুটে চলেছেন দেশের বিভিন্ন পর্যটন এলাকায়। এরপরও ভ্রমণপিপাসুরা খুঁজে বেড়াচ্ছেন দেশের দর্শনীয় ও পর্যটন এলাকা। আর তাদের বেশির ভাগেরই এখন পছন্দের তালিকায় চট্টগ্রামের মিরসরাই। ছবি: এম মাঈন উদ্দিন
-
মিরসরাইয়ে আছে পাহাড় ও সমতল বিস্তৃত ভূমি। রয়েছে আঁকাবাঁকা জলপথ। ঝরনা আর সুউচ্চ পাহাড়ের হাতছানি। দুই দিকে পাহাড় আর মাঝখানে গিরিপথ। সেখানে গেলেই মনে হবে যেন এটি দক্ষিণ আমেরিকার কোনো স্থান।
-
অপরূপ সৌন্দর্যের আরেক নাম মিরসরাইয়ের বাওয়াছড়া কৃত্রিম লেক। ঝরনার পানির কলকল ধ্বনি, সবুজ গাছের বেষ্টনী। পরিযায়ী পাখিদের আগমন।
-
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেড় কিলোমিটার পূর্বে বাওয়াছড়া লেকটির অবস্থান। বাওয়াছড়া লেকটি মিরসরাইয়ের ওয়াহেদপুর গ্রামের বারমাসি ছড়ার মুখে অবস্থিত বলে লেকটির নামকরণ করা হয়েছে বাওয়াছড়া লেক।
-
এটি শুধু লেক নয়, এখানে রয়েছে হরিনমারা নামে একটি ঝরনা। উত্তর চট্টগ্রামের অন্যতম মনোমুগ্ধকর পর্যটন স্পট এটি।
-
এখানকার প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণপিয়াসী মানুষ।
-
লেকে ছোট একটি নৌকা রয়েছে, সেই নৌকা দিয়ে মনের আনন্দে লেকে ঘুরে বেড়ান পর্যটকরা।
-
বর্ষা কিংবা শীতে দেশের বিভিন্নস্থান থেকে শত শত পর্যটক এখানে ছুটে আসেন।