আশার আলো দেখছেন শিম চাষিরা
প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৪ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:০৩ পিএম, ০৪ নভেম্বর ২০২৪
পাবনার ঈশ্বরদীতে পরপর তিন দফা অতিবৃষ্টিতে আগাম শিমের (অসময়ের শিম) মারাত্মক ফলন বিপর্যয় হয়। তবে শিমক্ষেত থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের পর চাষিরা কীটনাশক ও সার ব্যবহারের পাশাপাশি ক্ষেত পরিচর্যা করায় অধিকাংশ শিম গাছ প্রাণ ফিরে পেয়েছে। ছবি: শেখ মহসীন
-
দুই সপ্তাহ ধরে জমিতে শিমের ফলন শুরু হয়েছে।
-
চাষিরা এখন নিয়মিত ক্ষেত থেকে শিম সংগ্রহ ও বাজারজাত করছেন।
-
এতে বর্ষায় ক্ষতিগ্রস্ত শিম চাষিদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।
-
শিমের দাম ভালো পাওয়ায় ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।
-
শিমক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
-
সার ও কীটনাশক ব্যবহার করে মৃতপ্রায় শিম গাছ অনেকটা সবল হয়ে উঠতে শুরু করেছে।
-
গাছে গাছে ফুটেছে ফুল।