কফি চাষে সফল টাঙ্গাইলের ছানোয়ার
শিক্ষকতা পেশা ছেড়ে চাষাবাদ শুরু করেছিলেন টাঙ্গাইলের বাসিন্দা মো. ছানোয়ার হোসেন। কলা, আনারস, ভুট্টা, পেঁপে, ড্রাগন ফল ও পেয়ারাসহ বিভিন্ন ধরনের শাক-সবজির পর এবার কফি চাষেও সফল হয়েছেন তিনি। ছবি: আরিফ উর রহমান টগর
-
গড়ে প্রতি বছর প্রায় ১ টন কফি উৎপাদন করছেন ছানোয়ার।
-
কফিসহ কমপক্ষে ১০ ধরনের ফলের চাষাবাদ হচ্ছে তার বাগানে। নিরাপদ ফল উৎপাদনে এলাকার মানুষের কাছে আদর্শ চাষিও এখন ছানোয়ার।
-
অনেকেই গ্রামটিতে আসছেন ছানোয়ারের কফি বাগান দেখাসহ চাষাবাদের পরামর্শ নিতে। শুধু আদর্শ চাষি হিসেবেই স্বীকৃতি পাননি ছানোয়ার, সফল কৃষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ‘বঙ্গবন্ধু কৃষি স্বর্ণপদক’ ও পেয়েছেন।
-
কফির চারা দেখতে অনেকটা দেবদারু চারার মতো।
-
কফির পাকা গুটিগুলো দেখতে টকটকে লাল ও কোনো কোনোটা কাঁচা হলুদের মতো।
-
কফির কাঁচা গুটিগুলো দেখতে সবুজ।
-
জানা যায়, মে থেকে জুন মাসের মধ্যে ফুল থেকে গুটিতে পরিণত হয়। আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গুটিগুলো পরিপক্ব হয়।