উত্তাল সাগর দেখতে সৈকতে পর্যটকের ভিড়
কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর বিপদ সংকেতের মধ্যেও পর্যটকরা ঘূর্ণিঝড় দানার অবস্থা দেখতে সৈকতে ভিড় করেছে। ছবি: সায়ীদ আলমগীর
-
কলাতলী, লাবনী ও সুগন্ধা পয়েন্টে সকাল থেকে পর্যটকসহ স্থানীয়দের অবস্থান লক্ষ্য করা গেছে।
-
পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর বুধবার ভোর থেকে রাত অবধি মেঘাচ্ছন্ন ছিল কক্সবাজারের আকাশ। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে মেঘ-রোদ্দুরের খেলা চলছে আকাশে। তবে চলমান সংকেতের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। বেলাভূমি ও তীরে আছড়ে পড়ছে বড় ঢেউ।
-
সমুদ্রের স্বরূপ দেখতে সৈকতে অবস্থান করছে পর্যটকরা।
-
ঢেউয়ের পর ঢেউ মাড়িয়ে গোসলে মত্ত তারা।
-
উত্তাল সাগরে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন ও লাইফ গার্ডরা যৌথভাবে এ মাইকিং করছে। অনেকে মাইকিং গায়ে না মাখায় বিপদ এড়াতে সতর্ক দৃষ্টি রাখছেন লাইফ গার্ড কর্মীরা।
-
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আতাউল গনি ওসমানী বলেন, বুধবার ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি নেই, আকাশে এই মেঘ, এই রোদ খেলা করছে। এরপরও প্রকৃতির প্রতি দৃষ্টি রাখা হচ্ছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য দুর্গতি এড়াতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।