শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা
ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃষকেরা। ছবি: এম মাঈন উদ্দিন
-
এ বছর আগাম সবজি চাষে যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কৃষকরা। অবশেষে মৌসুমের শুরুতে অনেকেই আগাম শীতকালীন সবজি বাজারে আনার চেষ্টা করছেন।
-
এছাড়া বৃষ্টির কারণে এবছর শীতকালীন সবজি রোপণে দেরী হয়ে গেছে। তবে শরতের শেষের দিকে জমিগুলো কিছুটা উপযোগী থাকায় বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে বেড়েছে ব্যস্ততা।
-
শুধু নিজেদের চাহিদা মেটাতেই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে শিম, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, মুলা, বেগুনসহ নানা ধরনের শাক-সবজি।
-
শীতের শুরুতে চট্টগ্রাম, ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জাতের সবজি পাঠাবে এ এলাকার কৃষকেরা।
-
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে কোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই মুনাফাও অনেক বেশি। এ বছর বৃষ্টি কম হওয়ায় উঁচু জমিতে সবজি চাষে ঝুঁকছেন তারা।