ড্রাগন চাষে সফল কুড়িগ্রামের খোরশেদ
শখের বশে ড্রাগন চাষ শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে চাষ করে সফল হয়েছেন কুড়িগ্রামের খোরশেদ আলম। বছরে লক্ষাধিক টাকার ড্রাগন ফল বিক্রি করেন তিনি। ছবি: ফজলুল করিম ফারাজী
-
খোরশেদ আলম কুড়িগ্রাম পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন হাসপাতালপাড়া গ্রামের ব্যবসায়ী দবির উদ্দিনের ছেলে। ইউটিউবে ড্রাগন চাষ পদ্ধতি দেখে তিনি নিজেই চাষাবাদ শুরু করেন।
-
খোরশেদ আলম জানান, থাইল্যান্ড বেড়াতে গিয়ে ড্রাগন ফলের বাগান থেকে ড্রাগনের কাটিং এনে প্রথমে ছাদে একটি চারা রোপণ করেন। দেড় বছর পর ফুল-ফল দেখে উদ্বুদ্ধ হন। পরে বিভিন্ন জায়গা থেকে ৩০টি ড্রাগনের চারা এনে নিজের জমিতে রোপণ করেন। এখন তার ৫০ শতক জমিতে ২ হাজারের বেশি ড্রাগন ফলের গাছ আছে।
-
প্রতিটি চারাগাছে ১০০ টাকা খরচে সব মিলে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ২ লাখ টাকা। দীর্ঘমেয়াদী এ প্রজেক্ট থেকে এখন পর্যন্ত লাখ টাকা আয় করেছেন তিনি।
-
খোরশেদ আলমের ড্রাগন চাষ দেখে কুড়িগ্রামে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। এতে জেলায় বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে এগিয়ে আসছেন অনেকেই।