গ্রামবাংলার অপরূপ দৃশ্য
মাঝে মাঝে হাতে ক্যামেরা বা স্মার্টফোন থাকলে গ্রামবাংলার অপরূপ দৃশ্য বন্দি করা যায়। শখের বশেই দৃশ্যগুলো বন্দি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী মাঈন উদ্দিন আহমেদ। প্রতিটি ছবির তিনি আলাদা নামও দিয়েছেন।
-
ছবিটির নাম দিয়েছেন ‘বনের অন্তরে’। এটি মাদারীপুরের কালকিনি উপজেলার একটি গ্রামীণ বনের দৃশ্য। মাটির অভাবে যেখানে গাছের শেকড় বেরিয়ে এসেছে। ছবি: মাঈন উদ্দিন আহমেদ
-
ছবির বর্ণনায় তিনি লিখেছেন, ‘তোমার মায়াজাল আর এই ভেসাল একই কায়দার বুনন’। ছবিতে দেখা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁর শাখা নদীতে মাছ ধরার একটি ভেসাল। ছবি: মাঈন উদ্দিন আহমেদ
-
ছবিটির নাম দিয়েছেন ‘প্রতিবিম্ব’। এটি মাদারীপুরের কালকিনি উপজেলার বর্ষায় ডোবা একটি বিল। বিলের মাঝে দাঁড়িয়ে আছে একটি গাছ। জলে তার প্রতিবিম্ব। ছবি: মাঈন উদ্দিন আহমেদ
-
ছবিটির নাম দিয়েছেন ‘ধূসর ছায়ার গ্রাম’। ছবিতে মাদারীপুরের কালকিনি উপজেলার একটি বিলের জলে প্রকৃতির ছায়া দেখতে পাওয়া যায়। ছবি: মাঈন উদ্দিন আহমেদ
-
ছবিটির নাম দিয়েছেন ‘প্যাটার্ন’। এখানে মাদারীপুরের কালকিনি উপজেলার একটি গ্রামের ইটের সোলিং পথ চোখে পড়ে। ছবি: মাঈন উদ্দিন আহমেদ
-
ছবিটির বর্ণনায় তিনি লিখেছেন, ‘গোলাপি নদী হলে দেখতে মন্দ লাগতো না’। ছবিটি শরীয়তপুর জেলার একটি জলে ভরা দিঘির। ছবি: মাঈন উদ্দিন আহমেদ