কার্তিকের শুরুতেই শীতের আমেজ
প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৯ অক্টোবর ২০২৪
আপডেট: ০১:৫০ পিএম, ১৯ অক্টোবর ২০২৪
কার্তিকের শুরুতেই শীতের পরশ ছুঁয়ে যাচ্ছে দিনাজপুরে। ভোর থেকে ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের এ জেলা। ছবি: এমদাদুল হক মিলন
-
ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করেছে সব ধরনের যানবাহন।
-
কুয়াশা দেখে মনে হচ্ছে শীত কড়া নাড়ছে দরজায়।
-
এ জেলায় কুয়াশা পড়লেও শীত অনুভূত হচ্ছে না। তবে শীত অনুভূত হোক আর না হোক কুয়াশাকে দারুণভাবে উপভোগ করছে মানুষ।
-
ভোরে ঘাসের ডগায় টলমল করছে শুভ্র শিশির।
-
কুয়াশার মধ্যেই গরু নিয়ে বের হয়েছেন কৃষক।
-
ধানক্ষেতে মাকড়সা জাল বুনেছে। সেই জালে শিশির জমেছে। ধান গাছের পাতা থেকে টপটপ করে পড়ছে শিশিরবিন্দু।