আশ্বিনের ভোরে পৌষের কুয়াশা
ফরিদপুরে হঠাৎ করে ভোরে কুয়াশার চাদরে ঢেকে গেছে পথঘাট ও ফসলের মাঠ। মনে হচ্ছে ঠিক যেন পৌষের কুয়াশা! দূর্বাঘাস ও গাছের কচিপাতায় মুক্তার মতো জ্বলজ্বল করছে ভোরের শিশির বিন্দু। অথচ ক্যালেন্ডারের পাতায় আজ বাংলা মাসের ৩০শে আশ্বিন।
-
১৪ অক্টোবর ভোরের আলো ফোটার আগেই চারপাশে হঠাৎ বাড়তে শুরু করে কুয়াশা। ঢেকে যায় রাস্তাঘাট, ফসলি জমির মাঠ। সকালে প্রকৃতির এই রূপ দেখে মনে হয়, প্রকৃতিতে যেন বিরাজ করছে পৌষ মাস! ছবি: এন কে বি নয়ন
-
ঘন কুয়াশায় আচ্ছন্ন চারদিক। ছবি: এন কে বি নয়ন
-
সকালে কুয়াশার মধ্যে হাঁটতে বের হয়েছেন কেউ কেউ। শ্রমজীবীদের অনেকেই আবার ছুটছেন কাজের খোঁজে। ছবি: এন কে বি নয়ন
-
গাছের পাতা, ধানক্ষেত আর ঘাসের ওপর জমেছে শিশিরবিন্দু জমেছে। ছবি: এন কে বি নয়ন
-
শীতের সকালের মতো এক ভিন্ন আবহ তৈরি হয়েছে প্রকৃতিতে। ঘড়ির কাঁটায় সকাল ৮টা বাজলেও কুয়াশার কারণে সূর্যের আলো ততটা তাপ ছড়াতে পারেনি। যেমনটা শীতের সকালে দেখা যায়। ছবি: এন কে বি নয়ন
-
ফরিদপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, আশ্বিন মাসে এমন কুয়াশা পড়ার ঘটনা কমই চোখে পড়ে। তবে, এবার ভিন্ন মনে হচ্ছে। ছবি: এন কে বি নয়ন