শীতলক্ষ্যা পাড়ে দুলছে কাশফুল
রাজধানীর অদূরেই গাজীপুরের কালীগঞ্জ উপজেলা। এখানে সারাবছর ভ্রমণপিপাসুদের পদচারণা থাকলেও শরতে যেন বেড়ে যায়। প্রকৃতি যোগ করে ভিন্নমাত্রা। শরতে সাদা কাশফুলের দোলায় যে কারো মন ছুঁয়ে যায়।
-
শরৎ শেষ হতে আর কয়েকদিন বাকি। এর মধ্যে কাশফুলের শুভ্রতায় মুগ্ধতা খুঁজছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অনেকেই। বেলা বাড়লেই সেখানে লোক সমাগম বেড়ে যায়। ছবি: আব্দুর রহমান আরমান
-
জমজমাট হয়ে ওঠে উপজেলা পরিষদের সামনে শীতলক্ষ্যা পাড়ের শ্মশান ঘাট এলাকা। কাশফুলের শুভ্রতায় সেখানে বসে কেউ গল্প করেন। কেউবা আবার কাশফুলের সঙ্গে সেলফি বা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ছবি: আব্দুর রহমান আরমান
-
যান্ত্রিক জীবনের ফাঁকে একটু প্রকৃতির ছোঁয়া ও সবুজঘেরা পরিবেশের পাশাপাশি প্রতিদিন এখানে আসেন শত শত মানুষ। সারি সারি সাদা কাশফুল তাদের মন ছুঁয়ে যায়। যতদূর চোখ যায় শুধু সাদা আর সাদা। ছবি: আব্দুর রহমান আরমান
-
পাখির চোখে দেখলে মনে হবে, মাটিতে লুটিয়ে পড়েছে সাদা মেঘের ভেলা। বিকেলের নীল আকাশে সাদা মেঘ আর শ্মশান ঘাটের সাদা কাশফুল যেন মিলেমিশে একাকার। ছবি: আব্দুর রহমান আরমান
-
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কাশফুল। নদ-নদীর তীরে বা জলাশয়ের ধারে কাশফুল বেশি জন্মে। কাশবন শুধু প্রকৃতিপ্রেমীর তৃপ্তি মেটায় না। আগে অনেকেই ঘর তৈরি করতেন। পানের বরে ছাউনি হিসেবে ব্যবহৃত হয়। ছবি: আব্দুর রহমান আরমান
-
একই সঙ্গে রান্নার জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু দ্রুত নগরায়নের ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে বাংলার চিরায়ত রূপ। কালীগঞ্জেও দিন দিন বাড়ছে মানুষ, কমছে আবাদি-অনাবাদি জমি। ছবি: আব্দুর রহমান আরমান
-
ফলে যেখানেই মানুষ প্রাকৃতিক পরিবেশ পাচ্ছে; তাতেই ঝাঁপিয়ে পড়ছে। তাছাড়া এলাকাটি পৌর শহরের কাছে ও নিরাপদ হওয়ায় দিন দিন লোক সমাগম বেড়েই চলেছে। ছবি: আব্দুর রহমান আরমান