নান্দনিক সহস্রধারা ঝরনা
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত সহস্রধারা ঝরনা। এই ঝর্ণা যেন প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা অপরূপ এক ছবি। এর সৌন্দর্যে মুগ্ধ হয় যেকোনো ভ্রমণপিয়াসু মানুষ।
-
আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে যখন ঝর্ণার স্বচ্ছ জলে শরীর ভিজিয়ে নেন পর্যটকেরা, তখন পথের ক্লান্তি ধুয়ে যায়। ছবি: এম মাঈন উদ্দিন
-
ঝর্ণার কাছে এসে ভ্রমণপিয়াসুরা খুঁজে পায় জীবনস্রোতে ছুটে চলার নতুন প্রেরণা। ছবি: এম মাঈন উদ্দিন
-
বছরের অন্য সময় ঝরনায় তেমন পানি না থাকলেও বর্ষা মৌসুমে এ ঝরনায় উপচে পড়ে পানি। আর এ ঝরনা দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ছবি: এম মাঈন উদ্দিন
-
মূল রাস্তা থেকে পাহাড়ি পথ বেয়ে কিছু দূর এগিয়ে গেলেই শোঁ শোঁ শব্দ কানে বাজবে। খানিকটা হেঁটে সামনে গেলে পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে আসবে শব্দের উৎস। দেখবেন, বিশাল পাথুরে পাহাড়ের গাঁ বেয়ে তীব্র বেগে নেমে আসছে ঝরনাধারা। ছবি: এম মাঈন উদ্দিন
-
ঝরনার আশপাশে পানির ফোঁটা একটা কুয়াশার পর্দার মতো তৈরি করেছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
ঝরনার পানি গড়িয়ে পাহাড়ের কোলে তৈরি করেছে হ্রদ। ছবি: এম মাঈন উদ্দিন