প্রকৃতির বুকে যেন নকশি আঁকা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পশ্চিম মাদার টিলা গ্রামের পাটা ধোঁয়া শাপলা বিল এলাকা এখন লাল শাপলার অপরূপ সৌন্দর্যের সমারোহ ঘটেছে।
-
এ বিলের পানিতে লতাপাতা গুল্মে ভরা শত সহস্র লাল শাপলা এ যেন প্রকৃতির বুকে আঁকা এক নকশি কাঁথা। ছবি: ফজলুল করিম ফারাজী
-
বর্তমানে পদ্য বিল নামে পরিচিত এ শাপলা বিলে নানান পেশাজীবী মানুষের ভিড় জমে। ছবি: ফজলুল করিম ফারাজী
-
প্রতিবছর আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে শাপলার মৌসুম। প্রায় ১০ হাজার একর জলাভূমির মধ্যে জন্ম নেওয়া লাল, নীল ও সাদা রঙের কোটি কোটি শাপলা । এক নজর দেখার জন্য সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নানা বয়সের হাজারো মানুষের ভিড় লেগে থাকে। ছবি: ফজলুল করিম ফারাজী
-
পর্যটকদের আগমনে দিন দিন মুখরিত হচ্ছে এই পাটা ধোঁয়া শাপলা বিল। শাপলার মাঝে বাংলার চিরন্তন রূপ খুঁজে পাচ্ছে এখানকার বসতিরা। ছবি: ফজলুল করিম ফারাজী