সবুজে ঘেরা গুলিয়াখালী সমুদ্রসৈকত
সমুদ্র পাড়ে সবুজ গালিচা বিছানো এক বিস্ময়কর স্থান গুলিয়াখালী সমুদ্রসৈকত।
-
চারপাশে বিস্তৃত জলরাশি। অন্যদিকে কেওড়া বন। ছবি: এম মাঈন উদ্দিন
-
জলরাশি আর কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট খালের চারদিকে ছড়িয়ে আছে কেওড়া গাছের শ্বাসমূল। ছবি: এম মাঈন উদ্দিন
-
সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে কেওড়া বন। এটি দেখতে অনেকটা পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো। ছবি: এম মাঈন উদ্দিন
-
দূর থেকে দেখলে মনে হবে সৈকতজুড়ে সবুজ গালিচা বিছানো। ছবি: এম মাঈন উদ্দিন
-
সমুদ্রপাড়ের মনোরম সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরা। ছবি: এম মাঈন উদ্দিন
-
সবুজ গালিচা বিছানো ছোট ছোট গাছের টিলার মাঝখান দিয়ে এঁকে-বেঁকে গেছে সরু নালা। এই নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে উঠে। ছবি: এম মাঈন উদ্দিন ছবি: এম মাঈন উদ্দিন
-
কলকল ধ্বনিতে জোয়ারের ছোট্ট ছোট্ট ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। আর আঁকাবাঁকা মাটির ভাঁজে জমছে পানি। মাটির ওপর সবুজ ঘাস ঢেউয়ে পানিতে ভিজে যেন সতেজ হচ্ছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
সৈকতে দর্শনার্থীদের জন্য রয়েছে ওয়াশ ব্লক, আছে দোকানপাটও। বেড়িবাঁধের পাশে আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ও ওয়াশব্লক। পুরোনো খাবারের দোকানের পাশাপাশি নতুন করে নির্মিত হচ্ছে একাধিক রেস্তোরাঁ। ছবি: এম মাঈন উদ্দিন
-
সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আছেন অনেকে। কেউ হেঁটে, আবার কেউ নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন। ছবি: এম মাঈন উদ্দিন