ড্রাগনে ভরপুর সজীবের শখের বাগান
শখের বশে গড়ে তোলা ড্রাগন ফলের বাগানেই সফল হয়েছেন মাদারীপুরের যুবক সজীব হোসাইন সাদ্দাম।
-
৩ একর জমিতে শুরু করলেও এখন তার বাগান ১২ একর জায়গা জুড়ে। আইন বিষয়ে পড়াশোনা করলেও এখন তিনি সফল কৃষক। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
জানা গেছে, গত বছর ৩২ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেছেন তিনি। এবার ৪০ লাখ টাকার ড্রাগন বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
বর্তমানে সজীবের বাগানে ১০ জন কর্মচারী কাজ করেন। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
২০১৯ সালে ৩ একর জমিতে হাজী এগ্রো অ্যান্ড ড্রাগন গার্ডেন গড়ে তুলেন। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
প্রথমদিকে, দেশ-বিদেশ থেকে উন্নত জাতের প্রায় ৫ হাজার ড্রাগন ফলের চারা সংগ্রহ করেন সজীব। পরে লাভ হওয়ায় এর চাষ আরও বাড়িয়ে দেন তিনি। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
ড্রাগন গাছ পরিচর্যায় ব্যস্ত সজীব। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
ফুলে-ফলে ভরপুর পুরো বাগান। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
প্রতিদিন সকালে তার বাগান থেকে ড্রাগন ফল তুলে তা ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়া হয় মাদারীপুরের সবচেয়ে বড় ফলের আড়ৎ মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে। সেখানেই পাইকারি দামে বিক্রি হয় রসালো এই ফলটি। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী