সুনামগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সপ্তাহের ব্যবধানে ৩ দফা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।
-
বন্যায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতকসহ ৭ উপজেলার সাড়ে ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ডুবে যায় রাস্তা-ঘাট, ঘর-বাড়ি ও ফসলি জমি। ছবি: লিপসন আহমেদ
-
এরই মধ্যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। বিশেষ করে এই ৩ দফা বন্যায় কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন জেলার প্রান্তিক পর্যায়ের ১০ হাজার কৃষক। ছবি: লিপসন আহমেদ
-
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ১০ হাজার কৃষকের প্রায় দুই হাজার হেক্টর আউশ ধান ও ৭০০ হেক্টর সবজি তলিয়ে যায়। যার বাজারমূল্য ৪৫ কোটি টাকা। ছবি: লিপসন আহমেদ
-
বন্যার পানিতে ধান ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় সবকিছু পচে গেছে। ছবি: লিপসন আহমেদ
-
অনেকেই ঋণ করে ধান ও সবজি চাষ করেছিলেন। বন্যায় সব নষ্ট হয়ে গেছে। ফলে চিন্তায় ঋণগ্রস্তরা। ছবি: লিপসন আহমেদ