দৃষ্টিনন্দন ছাদ বাগান
শখের বশে সাভারের আশুলিয়ায় নিজ বাসার ছাদে দৃষ্টিনন্দন বাগান গড়ে তুলেছেন ফারজানা চৌধুরী নামের এক নারী।
-
পরিচ্ছন্ন বাগান যেন তার বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়েছে। ছবি: মামুনূর রহমান হৃদয়
-
ফারজানা চৌধুরীর বাগানে ফলের মধ্যে আছে কলা, ডালিম, বাঙ্গি, আনারস, তরমুজ, লেবু, আম, পেয়ারা ও বরই। ছবি: মামুনূর রহমান হৃদয়
-
ফল ছাড়াও তার বাগানে রয়েছে কলমি, নটেশাক, ডাঁটাশাক, লাউ শাক, কুমড়া শাক, সজনের শাক, ব্রাহ্মী শাক, পুঁই শাক, কলমি শাক প্রভৃতি। ছবি: মামুনূর রহমান হৃদয়
-
আরও আছে ধুন্দল, শসা, বেগুন, টমেটো, লাউ, কুমড়া, করলা, বিলাতি উচ্ছে, সজনে ডাঁটা, ডাঁটা, পেঁপে, শিম, ঝিঙে, মিষ্টি আলুসহ নানা ধরনের সবজি। ছবি: মামুনূর রহমান হৃদয়
-
বাগান পরিচর্যায় ব্যস্ত ফারজানা চৌধুরী। ছবি: মামুনূর রহমান হৃদয়
-
গাছে সোভা পাচ্ছে পেয়ারা। ছবি: মামুনূর রহমান হৃদয়
-
বাগানে ফুটে আছে নানারকম ফুল। ছবি: মামুনূর রহমান হৃদয়