থোকায় থোকায় ঝুলছে টক-মিষ্টি লটকন
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৪ জুলাই ২০২৪
আপডেট: ০৪:৪৪ পিএম, ১৪ জুলাই ২০২৪
পাহাড়ের মাটিতে লুকিয়ে আছে কৃষির অপার সম্ভাবনা। একসময় অবহেলিত পাহাড় যেন কৃষি ও কৃষকের জন্য হয়ে উঠেছে আশীর্বাদ। আম-লিচুর পরে পাহাড়ের আরেক সোনা ‘লটকন’।
-
পাহাড়ের মানুষ লটকন চাষে অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন দেখছে। ছবি: মুজিবুর রহমান ভুইয়া
-
পাহাড়ের ঢালু আর বনে-জঙ্গলে জন্ম নেওয়া গাছে থোকায় থোকায় ঝুলছে লটকন। ছবি: মুজিবুর রহমান ভুইয়া
-
দিন দিন ব্যাপক হারে চাহিদা বাড়ছে পাহাড়ের টক-মিষ্টি ফলটির। ছবি: মুজিবুর রহমান ভুইয়া
-
পাহাড়ি বাজার ছাড়িয়ে সমতলের বিভিন্ন জেলায় লটকনের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ছবি: মুজিবুর রহমান ভুইয়া