মিশ্র ফলের বাগানে সফল ৩ বন্ধু
পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে সফল কৃষি উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন নাশিদ, মিশেল ও ইমন নামের তিন বন্ধু।
-
এরই মধ্যে তিন বন্ধু মিলে চট্টগ্রামের মিরসরাইয়ে মিশ্র ফলের বাগান গড়ে তুলেছেন। মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে তাদের এই মিশ্র ফলের বাগান দেখতে প্রতিদিন লোকজন ছুটে আসছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
জানা গেছে, মাস্টার্স শেষ করার পর চাকরির পেছনে না ঘুরে প্রথমে ৩ একর জায়গায় করেছেন পেয়ারা বাগান। এরপর ২ একর জায়গায় গড়ে তোলা হয়েছে মাল্টা বাগান। ১ একর জায়গায় কমলা বাগান ও ১০ শতক জায়গায় ড্রাগন বাগান। ছবি: এম মাঈন উদ্দিন
-
এ বছর প্রায় ১২ লাখ টাকার পেয়ারা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তারা। এক সপ্তাহ ধরে ওই বাগানের পেয়ারা বিক্রি হচ্ছে। প্রতিদিন বাগানে এসে পেয়ারা কিনে নিয়ে যাচ্ছেন পাইকার ও স্থানীয়রা। ছবি: এম মাঈন উদ্দিন
-
অনাবাদি জমিতে গড়ে তোলা বাগানটির নাম দেওয়া হয়েছে আমিগো এগ্রো। ছবি: এম মাঈন উদ্দিন
-
বাগান পরিচর্যা করছেন নাশিদ ও মেহেদী হাসান। ছবি: এম মাঈন উদ্দিন
-
বিশাল জায়গাজুড়ে গাছে থোকায় থোকায় পেয়ারা ঝুলছে। প্রতিটি পেয়ারা পলিথিন ব্যাগে প্যাকেট করা। পেয়ারা গাছের ফাঁকে ফাঁকে মাল্টা ও কমলা গাছ। ছবি: এম মাঈন উদ্দিন